কুড়িগ্রামে জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৩:৫৫ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৩:৫৫
কুড়িগ্রামে জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সদর উপজেলার যতিনের হাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী যতিনের হাটে একত্রিত হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতাকর্মীর মধ্যে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী ইয়াছিন আলী সরকারও রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন বলেন, নাশকতার উদ্দেশে নয়, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরসহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-ওলামার মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সেখান থেকে ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, পুলিশ গোপন সংবাদে জানতে পারে, জামায়াতের নেতাকর্মী নাশকতার পরিকল্পনার জন্য জড়ো হচ্ছে। এর ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।
- বিষয় :
- জামায়াত
- গ্রেপ্তার
- রংপুর
- কুড়িগ্রাম