ছাগল খেল শিম গাছ, প্রাণ গেল বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৬:০৪ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৬:০৪
রোববার সন্ধ্যার দিকে উপজেলার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রঘুরামপুর গ্রামে আবদুল মজিদের স্ত্রী জুলেখা বেগমের (৬৫) একটি ছাগল প্রতিবেশী আবদুল ওয়াহের শিমগাছ খেয়ে নষ্ট করে। এ নিয়ে রোববার বিকেলে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ২ পরিবার মারারিতে জড়ায়। এ সময় ওই বৃদ্ধা আহত হন। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় দুই পক্ষের আরও অন্তত ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের পিঠে ও ঘাড়ে জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।