ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছাগল খেল শিম গাছ, প্রাণ গেল বৃদ্ধার

ছাগল খেল শিম গাছ, প্রাণ গেল বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৬:০৪ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৬:০৪

ময়মনসিংহের ফুলপুরে ছাগলের শিম গাছ খাওয়া নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুই পক্ষের ঝগড়ার একপর্যায়ে মারামারিতে আহত ওই বৃদ্ধাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার সন্ধ্যার দিকে উপজেলার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রঘুরামপুর গ্রামে আবদুল মজিদের স্ত্রী জুলেখা বেগমের (৬৫) একটি ছাগল প্রতিবেশী আবদুল ওয়াহের শিমগাছ খেয়ে নষ্ট করে। এ নিয়ে রোববার বিকেলে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ২ পরিবার মারারিতে জড়ায়। এ সময় ওই বৃদ্ধা আহত হন। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় দুই পক্ষের আরও অন্তত ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের পিঠে ও ঘাড়ে জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×