নৌকায় ভোট চাইলেন সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি

ছবি: সমকাল
সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১২:২৩ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১২:২৩
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে উন্নয়ন শোভাযাত্রার মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইলেন সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি হালিমুল হক মিরু। মিরু ও তার সমর্থকরা বৃহস্পতিবার সকাল ১১টায় শোভাযাত্রায় অংশ নেন। তবে কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেককেই দেখা যায়নি। ব্যানার-ফেস্টুন-প্যানায় নৌকার প্রতিকৃতি সংবলিত ছবি নিয়ে উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করা হয়। শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা খাদ্যগুদাম থেকে উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর শহরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনকালে সাবেক মেয়র মিরুর শটগানের গুলিতে আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়ে পরদিন মারা যান। প্রায় পৌনে সাত বছরেও শিমুল হত্যার বিচার পাননি স্বজনেরা। মিরুসহ সাংবাদিক শিমুল হত্যার সব আসামি উচ্চআদালত থেকে জামিন পেয়েছেন এবং শাহজাদপুরেই রয়েছেন। চার্জগঠনে বিলম্বের কারণে বিচারিক কার্যাক্রম বার বার পিছিয়ে যাচ্ছে।
সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার পর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিস্কার করা হয় মিরুকে। সাময়িক বরখাস্ত করা হয় পৌরসভার মেয়র পদ থেকেও। হত্যাকাণ্ডের প্রায় সোয়া ছয় বছর পর মিরুকে আবার জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য করা হলেও শেষ পর্যন্ত সে পদ টেকেনি। স্থানীয় প্রভাবশালী এক নেতার কারণে মিরুকে দলে পদ দেওয়া হয় বলে জানা যায়। পরে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদের মুখে কেন্দ্র থেকে মিরুকে আবারও বাদ দেওয়া হয়। এবার গোছালোভাবে এগুচ্ছেন মিরু। স্বপ্ন দেখছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হওয়ার।
শাহজাদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু বৃহস্পতিবার সমকালকে বলেন, ‘সাংবাদিক আব্দুল হাকিম শিমুল খুনের বিচার না হওয়ায় গত প্রায় পৌনে সাত বছর থেকে তার স্ত্রী-পুত্র স্বজনেরাসহ আমরা সহকর্মীরা খুবই হতাশা ও কস্টে আছি। আবার সেই মিরু যদি সংসদ সদস্য প্রার্থী হন বা শাহজাদপুরের সংসদ সদস্য হন তাহলে খুনের বিচার তো দুরের কথা মামলাই হিমাগারে যাবে বলে আমরা আশঙ্কা করছি।’
সাবেক সংসদ সদস্য ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম বলেন, ‘উনি তো দলেও নেই, পদেও নেই, তারপরেও নৌকার মনোনায়নপ্রত্যাশী। কেউ যদি শোডাউন করেন, তাহলে আমাদের কী আর করার আছে। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল খুনের দায়ে চার্জশিটে অভিযুক্ত হওয়ায় জেলা থেকেও উনাকে বাদ দেওয়া হয়েছে, আমরাও তাকে উপজেলা কমিটিতে নেইনি। বর্তমানে টাকা দিয়ে লোক ভাড়া করেও এমন শোডাউন করা যায়।’
মিরুর শোডাউনের বিষয়ে বক্তব্য নিতে শাহজাদপুরের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার মুঠোফোনে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় কল করেও পাওয়া যায়নি। ক্ষুদেবার্তা পাঠিয়েও ওই সময় বক্তব্য মেলেনি।