ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আ.লীগ নেতা হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

আ.লীগ নেতা হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১২:৩৯ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১২:৩৯

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় ৫ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. কাউসার, সাইফুল ইসলাম, মো. সিরাজ, আলাউদ্দিন আলো, মো. আউয়াল, মো. রাজু, মো. জাকের, মো. তুহিন। রায়ের সময় আসামিদের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তারা সবাই পলাতক।

মামলা থেকে জানা যায়, ওমর ফারুক চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে তার সঙ্গে বিএনপি কর্মী জিসানের বিরোধ চলছিল। এরই পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ৬ ডিসেম্বর জিসান ও তার লোকজন ফারুককে গুলি করে। এরপর দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি বাড়িতে ফেরেন।

এর মধ্যে জিসান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায়। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সকালে প্রতিবেশী ইসমাইল হোসেন ও ফারুক বাড়ির কাছাকাছি একটি দোকানে বসে চা পান করছিল। কিছুক্ষণ পর আসামিরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর পরদিন তার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৯ জনের নামে এবং অজ্ঞাত আরও ৮ জনের বিরুদ্ধে চন্দ্রগ্রঞ্জ থানায় হত্যা মামলা করেন। ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা ১৪ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।

আরও পড়ুন

×