অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১৩:১৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১৩:১৬
বাগেরহাটের চিতলমারীতে সুখী বেগম (২৫) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারাশিয়া বিলের মধ্যে মৎস্যঘেরের পাড়ের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে ওই গৃহবধূর পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
মারা যাওয়া গৃহবধূ উপজেলার বারাশিয়া গ্রামের ওবাইদুল্লাহ ওরফে বাঘার স্ত্রী এবং বড়বাড়িয়া গ্রামের হাসেন শেখের মেয়ে।
ওই গৃহবধূর চাচা জাকির শেখ বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামী ওবাইদুল্লাহ ও তার পরিবারের লোকজন সুখীকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। কয়েকবার মারধর ও নির্যাতন করেছে তারা। আমাদের মনে হয়, যৌতুকের জন্য ওরা সুখীকে মেরে ঝুলিয়ে রেখেছে।’
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম বলেন, ‘মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের দাবির বিষয়টি খতিয়ে দেখছি।’