বিএনপি নেতা এ্যানীর মুক্তি দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১৫:০২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১৫:০২
লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের আয়োজনে শহরের চকবাজার এলাকা থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে।
এতে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক আবদুল আলীম হুমায়ুন, যুবদল নেতা রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুবদল নেতা কিরণ পাটওয়ারী, সামছুল আলম মামুন প্রমুখ।
বক্তারা রাতে বাসার দরজা ভেঙে টেনেহিঁচড়ে এ্যানীকে গ্রেপ্তার ও থানায় নিয়ে নির্যাতনের প্রতিবাদ জানান। একই সঙ্গে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুমকি দেন।