ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সীমান্তের ওপারে কয়লার কোয়ারিতে পড়ে যুবকের মৃত্যু

সীমান্তের ওপারে কয়লার কোয়ারিতে পড়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩ | ১৩:৪৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ | ১৩:৪৪

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপারে কয়লার কোয়ারিতে পড়ে বাংলাদেশি এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাহাড়ি গর্তের মধ্যে পড়ে শামীম মিয়া নামে ওই যুবকের মৃত্যু হয়। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন।

শুক্রবার ভোররাতে তাহিরপুর সীমান্তের মেইন পিলার ৯৭-এর ৩ এস এবং ৪ এসের লাকমা পাহাড়িছড়া দিয়ে ৫ থেকে ৭ জনের একটি দল ভারতের ভেতরে ঢোকে চোরাই পথে গর্ত থেকে কয়লা আনতে। সীমান্তরেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে লেবুয়া নামক একটি পাহাড়ি গর্ত থেকে কয়লা তোলার সময় হঠাৎ পাথর ভেঙে গর্তে পড়ে যান শামীম। সঙ্গের লোকজন এসে খবর দিলে সকালে সেখানে যান শামীমের স্বজনরা। পরে গর্তের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ওপারে গিয়ে গর্তের মধ্যে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকা অনেক বড়। একদিকে টহল পার্টি গেলে অন্যদিক দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করে। সকালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে শামীমের লাশ বাড়িতে নিয়ে এসেছে।

আরও পড়ুন

×