অক্টোবরে ঘোষণায় ব্যর্থ হলে নভেম্বরে আন্দোলনের হুমকি: সেলিম

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলনে বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩ | ১৬:৫২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ | ১৬:৫২
অক্টোবরের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এতে ব্যর্থ হলে নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সম্মেলনে গতকাল শুক্রবার এ কথা বলেন তিনি। নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তনে শুক্রবার বিকেলে সংগঠনের ষষ্ঠ জেলা সম্মেলন শুরু হয়।
উদ্বোধকের বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবি জানিয়ে বলেন, শ্রমিক স্বার্থবিরোধী সব কালো আইন বাতিল করতে হবে। শ্রমিকদের আবাসন ব্যবস্থা ও রেশন দিতে হবে।
তিনি বলেন, পাঁচ বছরে বাজারে দ্রব্যমূল্য যে হারে বেড়েছে তাতে ২৫ হাজার টাকা মজুরির দাবি মেনে নিলেও শ্রমিকদের প্রকৃত মজুরি আগের চেয়ে বিন্দুমাত্র বাড়বে না। প্রকৃতপক্ষে গার্মেন্ট শ্রমিকরা তাঁদের আগের মজুরি ধরে রাখার জন্যই আন্দোলন করছেন। ৭০ টাকা লিটারের সয়াবিন তেলের দাম হয়েছে ১৮০ টাকা। ২৫ টাকা কেজির চাল ৬০ টাকা। মুদ্রাস্ফীতি যে হারে বেড়েছে, সেই হারে শ্রমিকদের মজুরি বাড়ানোরও আহ্বান জানান।
সম্মেলনের উদ্বোধন অধিবেশনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আব্দুস সালাম বাবুল। প্রধান অতিথি ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম। আরও বক্তব্য দেন শ্রমিক নেতা দুলাল সাহা, দিলীপ কুমার দাস, শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল প্রমুখ।
সম্মেলনে দুলাল সাহাকে সভাপতি, আ. সালাম বাবুলকে সাধারণ সম্পাদক ও দিলীপ কুমার দাসকে সহসাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।