সিলেটে ‘প্রস্তুত হও’ পোস্টার নিয়ে বিভ্রান্ত না হতে বলল পুলিশ

ছবি-সংগৃহীত
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ১৪:৫৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ১৪:৫৪
সবুজ রঙের ছোট আকারে পোস্টারে ধনুক আকৃতির লাল চারটি রেখা। দেখতে অনেকটা বাঘের আঁচড়, নিচে লেখা– ‘প্রস্তুত হও, ৩১.১০.২০২৩’। সিলেট নগরীর বিভিন্ন দেয়ালে এমন পোস্টার নিয়ে মানুষের মধ্যে কৌতূহল দেখা দেওয়ায় ব্যাখ্যা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নিজেদের ফেসবুক পেজে নগরবাসীকে এ নিয়ে বিভ্রান্ত ও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।
মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, বিমানবন্দর এলাকার লিলাপাড়ায় ‘ট্রি টপ অ্যাডভেঞ্চার ফার্ম’ নামে একটি বিনোদন কেন্দ্র ‘ফ্রি ফায়ার গেম’র আদলে ‘পেইন্ট বল’ নামে একটি গেম চালু করছে। এটি প্রচারে তারা নগরীতে পোস্টার সাঁটিয়েছে। পোস্টারের সঙ্গে অশুভ কোনো গোষ্ঠীর সম্পর্ক নেই। এ রকম পোস্টারের বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
- বিষয় :
- প্রস্তুত হও
- কৌতূহল
- পোস্টার