পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ২১:১৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ২১:১৬
গাজীপুরে পুলিশ সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে তিন যুবক। তাদের মধ্যে একজন সাবেক গ্রাম পুলিশ সদস্যও রয়েছেন।
সোমবার মধ্যরাতের পর শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মিলন মিয়া উপজেলার তেলিহাটী ইউনিয়নের মুলাইদ গ্রামের বাসিন্দা। একই এলাকায় বাড়ি সোহেল ও জুয়েলের। মিলন মিয়া ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নয়নপুরের দক্ষিণ দিকে একটি মুদি দোকানে বসে লুডু খেলছিলেন কয়েকজন যুবক। এ সময় গ্রাম পুলিশ সদস্য মিলনের নেতৃত্বে সোহেল রানা ও জুয়েল রানা ওই মুদি দোকানে হানা দেয়। এ সময় তারা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করে।
স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশে খবর দেয় তারা।
তেলিহাটী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, মিলন নানা অপরাধের সঙ্গে জড়িত। ইতোমধ্যে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম বলেন, স্থানীয়রা তাদের তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
- বিষয় :
- চাঁদাবাজি
- পুলিশ পরিচয়ে চাঁদাবাজি
- ঢাকা
- গাজীপুর