গোসলে নেমে নিখোঁজ ২ শিশু, একজনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
লামা (বান্দরবন) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ০৬:১৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ০৬:১৮
বান্দরবনে লামাখালে গোসল করতে নেমে এক্যনু মার্মা ও ক্যক্যনু মার্মা নামে ২ শিশু নিখোঁজ হয়েছে। পরে একজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেল লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লামাখালে তারা নিখোঁজ হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় এক্যনু মার্মা ও ক্যক্যনু মার্মা বাড়ি না ফেরায় তাদের খোঁজ করতে থাকেন স্বজনরা। খোঁজাখুঁজি একপর্যায়ে লামাখালের পাড়ে তাদের কাপড় দেখতে পান। পরে প্রতিবেশীরা খালে খোঁজাখুঁজির একপর্যায়ে এক্যনু মার্মার মরদেহ উদ্ধার করেন। তবে ক্যক্যনু মার্মার কোনো খোঁজ পাওয়া যায়নি। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ শিশুর উদ্ধারে অভিযান শুরু করে। আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
লামা থানার ওসি শামিম শেখ লামাখালে দুই শিশুর নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।
- বিষয় :
- বান্দরবন
- শিশু নিখোঁজ
- মরদেহ উদ্ধার