‘৭৫ সালের পর যোগ্যতা থাকলেও নামের আগে শ্রী থাকলে চাকরি হয়নি’
-Minister-Photo(02)-20-samakal-6532676255a65.jpg)
ছবি: সমকাল
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১১:৪১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ১১:৪১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘১৯৭৫ সালের পর মেধা-যোগ্যতা থাকা সত্ত্বেও নামের আগে শ্রী যুক্ত থাকায় কোন সরকারি চাকরি হয়নি। আজকে শেখ হাসিনা সরকার ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে যোগ্যতা-মেধা থাকলে তার ধর্মীয় যোগ্যতা কী, এগুলো কিন্ত বিবেচনায় নাই। যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি কর্মসংস্থান হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র ১৫ বছরে সিংড়া তথা চলনবিলের অভূতপূর্ণ উন্নয়নই তার প্রমাণ।’
শুক্রবার দুপুরে নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ হলরুমে শারদীয় দূর্গাপূজা ২০২৩ উপলক্ষে উপজেলার ৯৫টি পূজামণ্ডপে ৫০০ কেজি করে সরকারি চাল (ডিও) এবং প্রতিমন্ত্রীর পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে এক হাজার করে টাকা এবং শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, তাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হালদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার, সাধারণ সম্পাদক মানষী ভট্রাচার্য প্রমূখ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা তাঁর বাবার মতই অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। আজ ইসরায়েলের বিরুদ্ধে, শিশু হত্যাকারীদের বিরুদ্ধে, নির্যাতনকারীদের বিরুদ্ধে সরব হয়েছেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’
প্রতিমন্ত্রী শুক্রবার প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পাশাপাশি নিরাপত্তার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত সবার কাছ থেকে ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
- বিষয় :
- আইসিটি প্রতিমন্ত্রী
- জুনাইদ আহমেদ পলক