ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রবাসীকে হত্যাচেষ্টার বিচারের দাবি

প্রবাসীকে হত্যাচেষ্টার বিচারের দাবি

সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। ছবি: সমকাল

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১৫:২১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ১৫:২১

বেলাবতে সাইদুল ইসলাম মিঠুন নামে প্রবাসীকে কুপিয়ে হত্যাচেষ্টার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকালে সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া বাজারের ‘এসো গড়ি নিলক্ষীয়া’ নামে একটি সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করে গ্রামবাসী।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে নিলক্ষীয়া গ্রামের প্রবাসী সাইদুল ইসলাম মিঠুন বাড়ির পাশে নিলক্ষীয়া পূর্বপাড়া মরাখলা এলাকায় কাশবনে ঘুরতে যান। এ সময় তাঁর ওপর হামলা চালান সাবেক ইউপি সদস্য অনুফা বেগমের নেতৃত্বে তাঁর ছেলে জাহিদ হোসেন জীবন, স্বামী আব্দুল সেলিম, দেবর আব্দুল হেলিম ও ভাশুর নান্নু মিয়া। মিঠুন মারা গেছেন ভেবে কাশবনে ফেলে চলে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মিঠুনকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় তাঁকে। মিঠুনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার ১১ দিন পর থানায় মামলা করেন মিঠুনের ভাই রফিকুল ইসলাম। জাহিদ হোসেন জীবনকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলাটি করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় কয়েকজনকে। মামলার পর অভিযুক্তরা আহত মিঠুনের ওপর দোষ চাপাতে উল্টো নিজের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বাড়ি থেকে পালিয়ে গেছেন। 

বাদী রফিকুল ইসলাম বলেন, ‘শত্রুতার জের ধরে সাবেক ইউপি সদস্য অনুফা তাঁর স্বামী, দেবর, ভাশুর ও ছেলেকে নিয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় থানায় মামলা করেছি। জড়িতরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সে জন্য মানববন্ধন করা হয়েছে।’ 

সল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন স্বপন জানান, প্রবাসী মিঠুনকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে হামলাকারীরা। জড়িতদের বিচার দাবি করেন তিনি।

‘এসো গড়ি’ নিলক্ষীয়া সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, ‘প্রবাসী মিঠুনকে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবি করছি।’

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×