ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চার মামলায় পরোয়ানা নিয়ে পলাতক রাজু, হলেন গ্রেপ্তার

চার মামলায় পরোয়ানা নিয়ে পলাতক রাজু, হলেন গ্রেপ্তার

ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ১৪:০৮ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ১৪:০৮

চট্টগ্রামের চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই আসামির নাম রেজাউল করিম রাজু (২৬)। নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়া ফয়েজ আহম্মদ লেইনের মো. ওসমানের ছেলে। 

ডবলমুরিং থানার এসআই ইমান হোসাইন সমকারকে জানান, গ্রেপ্তার আসামিকে চেকসহ প্রতারণার মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ও নয় কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এরমধ্যে পটিয়া থানার ছয়টি মামলায় সাজা পরোয়ানা ও চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন তিনি।

এসআই ইমান হোসাইন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রাজুকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

×