ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কর্ণফুলী নদীর পাড়ে আটকে ছিল যুবকের মরদেহ

কর্ণফুলী নদীর পাড়ে আটকে ছিল যুবকের মরদেহ

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১১:১৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ১১:১৪

চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নদীর কালুরঘাট ব্রিজের ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, মরদেহটি জোয়ারের পানিতে ভেসে নড়ীর পাড়ে আটকে ছিল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। মরদেহে গায়ে ছিল কালো প্যান্ট, হলুদ শার্ট ও দুই হাতে আংটিও রয়েছে। 

কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হৃদয় মাহমুদ লিটন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×