ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বন্ধ হয়ে গেল কাজীর দেউড়ি শিশুপার্ক

বন্ধ হয়ে গেল কাজীর দেউড়ি শিশুপার্ক

ফটকে টাঙানো হয়েছে ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ বিজ্ঞপ্তি। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১৬:২৮ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ০৬:১০

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িসংলগ্ন শিশুপার্ক সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং এবং রাকিবুল ইসলাম অভিযান চালিয়ে পার্কের মূল ফটক সিলগালা করে দেন। 

পরে চট্টগ্রাম সেনানিবাসের নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরকে স্থাপনাটি বুঝিয়ে দেওয়া হয়। এর পর সেখানে ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আদেশক্রমে মিলিটারি এস্টেটস অফিসার, পূর্বাঞ্চল, চট্টগ্রাম সেনানিবাস’ লেখা বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়। 

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রাম সার্কিট হাউসের পাশেই শিশুপার্কটির অবস্থান। সার্কিট হাউসে প্রায়ই সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাষ্ট্রীয় কাজে অবস্থান করেন। এর সঙ্গে লাগোয়াভাবে শিশুপার্ক থাকায় তাদের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয়। এ ছাড়া রাস্তার পাশে শিশুপার্কের কারণে প্রায়ই গুরুত্বপূর্ণ এ সড়কে যানজট লেগে থাকে। তিনি বলেন, সিটি করপোরেশনকে যেসব শর্তে শিশুপার্কের জায়গাটি ব্যবহার করতে দেওয়া হয়েছিল, তার ব্যত্যয় ঘটায় তাদের তিন দফায় তারা চিঠি দিয়েছিলেন। চিঠিতে নিরাপত্তা বিঘ্নিত ও যানজট নিরসনের জন্য শিশুপার্কের ইজারা বাতিলে জোর দেওয়া হয়। পরে ইজারা বাতিল করে জায়গাটি উদ্ধারে নির্দেশনা দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিনি জানান, শিশুপার্কের স্থানটি ঘিরে নানা পরিকল্পনার প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শিশুপার্ক অপসারণ করে সেখানে এসব স্থাপনা নির্মাণের দাবিতে গত কয়েক বছর ধরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সর্বশেষ গত শুক্রবার ‘অপরাজেয় বাংলা’ নামের একটি সংগঠন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শিশুপার্ক সরানোর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে। 

১৯৭১ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসের সামনের মাঠে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা। এ সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের ইলেকট্রিক চেয়ারে নির্যাতন করা হয়েছিল। এখানেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের বিজয় মেলা।

আরও পড়ুন

×