ঘরে কাঁথায় মোড়ানো পোশাক শ্রমিকের লাশ, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ২৩:৫০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ২৩:৫০
নিহত পোশাক শ্রমিক শিখা বেগম ময়মনসিংহের ত্রিশাল থানার কাটাখালী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, এক মাস আগে শিখা তাঁর স্বামীর সঙ্গে ইসলামপুর এলাকার শামসুর রহমানের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং তাঁর স্বামী মাঝেমধ্যে কাজে যেতেন। দু-তিন দিন ধরে তাদের ঘর বাইরে থেকে তালাবদ্ধ ছিল। মঙ্গলবার সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে দরজার ফাঁক দিয়ে বিছানার ওপর কাঁথা দিয়ে প্যাঁচানো শিখাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়ে। পরে পুলিশ তালা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মহানগরের বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, স্বামীর সঙ্গেই বসবাস করতেন শিখা। প্রতিবেশী ভাড়াটিয়ারা শিখার বন্ধ থাকা বসতঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে জানালে ওই বাড়িতে গিয়ে দরজা খুলে কাঁথায় মোড়ানো অবস্থায় শিখাকে পড়ে থাকতে দেখা যায়। লাশটি ফুলে উঠলেও প্রতিবেশীরা তা শিখার বলে শনাক্ত করেন। তাঁর স্বামীর সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাপাসাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তাঁর স্বামী তাঁকে মেরে বাইরে থেকে রুমের দরজা আটকিয়ে পালিয়ে গেছে।
লাশটি পচেগলে যাওয়ায় তাঁর শরীরের কোথাও আঘাতের কোনো আলামত বোঝা যাচ্ছে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এমনকি নিহতের স্বামীর নাম-পরিচয় জানা যায়নি। মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও স্বামীর সন্ধানে অভিযান চলছে।
- বিষয় :
- অর্ধগলিত লাশ
- লাশ উদ্ধার
- স্বামী
- পলাতক
- পোশাক শ্রমিক
- ঢাকা
- গাজীপুর