চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা সফলে আ.লীগের যৌথ সভা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ১৬:৩৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ১৬:৩৫
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে যৌথ সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ।
বুধবার নগরীর কাজীর দেউড়ি এলাকায় একটি কনভেনশন সেন্টারে এ সভা করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
সভায় দলটির নেতারা জানান, চট্টগ্রামের কেইপিজেড মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে স্মরণকালের স্মরণীয় করে রাখা হবে। একে জনসমুদ্রে পরিণত করা হবে। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভায় মহানগর ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতাকর্মীও অংশ নেবেন। জনসভা সফলে কৌশল নির্ধারণের অংশ হিসেবেই এই সভা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি শাহাজাদা মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।