ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সুনামগঞ্জ-৫

নির্বাচন মাথায় রেখে মাঠে বিএনপির ৩ নেতা

নির্বাচন মাথায় রেখে মাঠে বিএনপির ৩ নেতা

 ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ২২:০৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ২২:০৪

নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এখনও কেন্দ্রীয়ভাবে সবুজ সংকেত না পেলেও মাঠ গোছানোর কাজ এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা।

দল নির্বাচনে গেলে সুনামগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশা নিয়ে মাঠে রয়েছেন এখানের তিন হাইভোল্টেজ নেতা। তারা হলেন দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মুনসিফ আলী।

৬৮২ বর্গকিলোমিটার আয়তনের এ আসনের বেশির ভাগ ভোটারই শ্রমজীবী, কৃষিজীবী ও প্রবাসী। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তঘেঁষা এই জনপদে স্বাধীনতার পর ১১টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে পাঁচবার বিজয়ী হয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি দু’বার, স্বতন্ত্র দু’বার এবং বিএনপি ও জাসদ একবার করে।

ছাতক পৌরসভাসহ দুই উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগের মতো বিএনপিতেও রয়েছে দলীয় বিভাজন। তবে ভালোভাবেই মাঠে রয়েছেন স্থানীয় বিএনপি। কর্মীরা বলছেন, দলীয় মনোনয়ন বাছাইয়ে সঠিক সিদ্ধান্ত নিলে এখানে ধানের শীষের বিজয় নিশ্চিত।

সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন জানান, এ আসনে উন্নয়নের নামে ভাগবাটোয়ারা হয়েছে। এলাকার প্রায় প্রতিটি রাস্তাঘাট এখন চলাচলের অনুপযোগী। উন্নয়নের নামে যা হয়েছে, সেটা লুটপাট। দলের মধ্যে কিছুটা বিভেদ থাকলেও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় তা দূর হয়ে গেছে। দল নির্বাচনে গেলে এ আসন থেকে মনোনয়ন চাওয়ার কথাও জানান তিনি।

সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে মাঠের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তৃণমূলে গণসংযোগ ও প্রচারও চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে অংশ নিলে দল তাঁকে মূল্যায়ন করবে বলে জানান তিনি।

জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মুনসিফ আলী জানান, বিএনপি নির্বাচনে অংশ নিলে সুনামগঞ্জ-৫ থেকে তিনি দলের প্রতিনিধি হতে চান।

আরও পড়ুন

×