ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পাংশায় যুবকের রগ কর্তন: দুটি নাম বাদ দিয়ে এজাহার দায়েরের প্রস্তাব পুলিশের

পাংশায় যুবকের রগ কর্তন: দুটি নাম বাদ দিয়ে এজাহার দায়েরের প্রস্তাব পুলিশের

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১৪:৫২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১৪:৫২

পাংশায় দরপত্র কিনতে যাওয়ার সময় হৃদয় মীর নামে এক যুবকের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় এখনও মামলা হয়নি। বৃহস্পতিবার রাতে মীরের মা নাজমা বেগমকে দুই ঘণ্টা থানায় বসিয়ে রেখে লিখিত অভিযোগ থেকে দুটি নাম বাদ দিয়ে এজাহার করতে বলা হয়েছিল। এতে রাজি না হওয়ায় অভিযোগ না নিয়ে ফেরত পাঠানো হয় তাঁকে। তবে থানার ওসি এ অভিযোগ অস্বীকার করেছেন। 

অভিযোগ থেকে জানা গেছে, মীরের মা নাজমা বেগম বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পাংশা থানায় লিখিত অভিযোগ নিয়ে যান। অভিযোগে মীরের ওপর হামলার ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করেন। তাদের মধ্যে একজন জনপ্রতিনিধি ও একজন সাবেক ছাত্রলীগ নেতার নাম রয়েছে। তালিকা দেখে একজন পুলিশ কর্মকর্তা বলেন, এখান থেকে দু’জনের নাম কেটে দিতে হবে। তিনি রাজি না হওয়ায় ১০ মিনিট বসতে বলেন। এর পর রাত পৌনে ১টা পর্যন্ত বসিয়ে রাখার পরও অভিযোগ গ্রহণ করেননি ওই কর্মকর্তা। পরে নাজমা বেগম চলে আসেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, হৃদয় মীরের ওপর হামলার ঘটনায় মামলাটি প্রক্রিয়াধীন। তবে লিখিত অভিযোগ থেকে দুটি নাম বাদ দেওয়ার প্রস্তাবের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে রাস্তা নির্মাণকাজের দরপত্র কিনতে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত হৃদয় মীরকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এক পর্যায়ে তারা তাঁর পায়ের রগ কেটে দেয়। 




আরও পড়ুন

×