আবারও ফেরি চলাচল বন্ধ রৌমারী-চিলমারী নৌরুটে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১৬:৪২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১৬:৪৩
রৌমারী-চিলমারী নৌবন্দরের রমনা ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফেরি বেগম সুফিয়া কামাল। ফেরি কুঞ্জলতা চলাচলও বন্ধ হয়ে গেছে। ফলে পারাপারের অপেক্ষায় পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন চালকসহ যাত্রীরা।
সংশ্লিষ্টরা বলছেন, ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে ‘বেগম সুফিয়া কামাল’ নামে ফেরিটি রমনা ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার সকাল ৬টার দিকে আরিচা ঘাটের উদ্দেশে রওনা হয় ফেরিটি।
এর আগে শনিবার বিকেল থেকে ফেরি কুঞ্জলতা চলাচলও বন্ধ রাখা হয়। এরই মধ্যে ব্রহ্মপুত্রে খননকাজও চলছে।
জানা গেছে, কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের নৌরুটে যোগাযোগ বাড়ানো ও চিলমারী নৌবন্দরের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গত ২০ সেপ্টেম্বর ফেরি চালু এবং বন্দর উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। তবে নাব্য সংকট দেখিয়ে রমনা ঘাট থেকে সরিয়ে নেওয়া হয় ফেরি ‘বেগম সুফিয়া কামাল’কে। বন্ধ রাখা হয়েছে ‘কুঞ্জলতা’ নামে ফেরিটিও।
এতে ভোগান্তিতে পড়েছেন পণ্যবাহী গাড়ির চালকসহ যাত্রীরা। অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষের নজরদারির অভাব ও গাফিলতির কারণে এক মাস ৯দিনের মাথায় বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল।
নাব্য সংকটের পাশাপাশি রৌমারী ঘাট দেবে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে দাবি বিআইডব্লিউটিসির বাণিজ্য ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান। তিনি বলেন, যমুনা সেতুতে রেললাইন বসানো হলে ফেরি বেগম সুফিয়া কামাল আরিচা ঘাটে যেতে পারবে না। সেই বিবেচনা করে ফেরিটি সরানো হয়েছে।
ফেরি কুঞ্জলতাও বন্ধের বিষয়ে এ কর্মকর্তা বলেন, রৌমারী ঘাট দেবে যাওয়ায় শনিবার বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। বিকল্প ঘাট না দিলে এ নৌরুটে ফেরি চালানো সম্ভব হবে না।
‘বেগম সুফিয়া কামাল’ নামের ফেরিটি বড় হওয়ায় চলাচলে অসুবিধা হচ্ছিল জানিয়ে বিআইডব্লিউটিএর চিলমারী নৌবন্দরের প্রধান চালক মাহবুবুর রহমান বলেন, আরিচা ঘাটে পাঠানো হয়েছে ফেরিটি। এর পরিবর্তে ‘কদম’ নামের আরেকটি ছোট ফেরি আরিচা থেকে রওনা হয়েছে। রৌমারী ঘাটে পন্টুন দেবে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। দ্রুতই ফেরি চলাচল স্বাভাবিক হবে।
- বিষয় :
- রৌমারী-চিলমারী
- ফেরি চলাচল বন্ধ
- রংপুর
- কুড়িগ্রাম