বাইডেনের ভুয়া উপদেষ্টার বিচার দেশের আইনেও হবে: পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ১২:৫৫ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ১৮:৫৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফীর বিচার দেশের আইনেও হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, আমেরিকা বলেছে, ওই লোক তাদের কেউ না। তারা তাদের আইনে হয়তো বিচার করবে। তবে দেশের আইনেও তার বিচার হবে। শনিবার সকালে সিলেট নগরীর আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে। এর জন্য জনগণের কাছে বিএনপিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
পরে প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেন উন্নীতকরণ প্রকল্প প্যাকেজ -২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তামাবিল সড়কের সুরমাগেইট এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট-ঢাকা সড়কে ১৭ হাজার কোটি ও সিলেট-তামাবিল সড়কে ব্যয় ধরা হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা। তামাবিল সড়কের জমি অধিগ্রহণের কারণে কাজ শুরু হতে দেরি হচ্ছে। উন্নয়ন প্রকল্পটি ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।