ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা কানায় কানায় পূর্ণ 

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা কানায় কানায় পূর্ণ 

স্লোগানে মুখরিত হয়ে উঠছে জনসভাস্থল। ছবি-সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩ | ১০:৫৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ | ১১:৪০

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার সকাল থেকেই টুঙ্গিপাড়াসহ আশেপাশের এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন। সকাল সোয়া নয়টার মধ্যেই জনসভাস্থল লোকারণ্যে পরিণত হয়।

আওয়ামী লীগ নেতাকর্মী সূত্রে জানা যায়, বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভায় যোগ দেবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার আদলে সাজানো মঞ্চে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সভাস্থল। এদিকে মঞ্চে চলছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বক্তব্য। ঘরের মেয়ে শেখ হাসিনাকে একটি পলক দেখতে ভিড় করেছেন লাখো মানুষ।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে বরিশালের জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নিজ বাড়িতে অবস্থান করেন তিনি। আজ টুঙ্গিপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী দুপুরে কোটালীপাড়ার জনসভায় যোগ দেবেন।

আরও পড়ুন

×