তথ্যমন্ত্রী
বিএনপি-জামায়াতের অপচেষ্টা ভোটারদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তথ্যমন্ত্রী। ছবি: সমকাল
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ২০:০৭ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ | ২১:৫১
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভোটারদের মাঝে সৃষ্টি হওয়া উৎসাহ-উদ্দীপনা ম্লান করার চেষ্টা করেছে বিএনপি-জামায়াত। কিন্তু তাদের অপচেষ্টা ছাপিয়ে ভোট উৎসাহ-উদ্দীপনা আর উৎসবে পরিণত করেছে।
রোববার চট্টগ্রাম-৭ আসনের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান শেষে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন হচ্ছে আমাদের দেশে একটি উৎসব। সত্যিকার অর্থেই উৎসবমূখর পরিবেশে দেশে ভোট হয়েছে। মানুষ যেভাবে আজ ভোট উৎসবে শামিল হয়েছে, তাতে বিএনপি-জামায়াত জনগণের প্রতিপক্ষে পরিণত হয়েছে।
জনগণের প্রতিপক্ষ হলে কখনও সফল হওয়া যায় না বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জনগণের বিপক্ষে দাঁড়ালে কখনও সফল হওয়া যায় না, ভবিষ্যতেও। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জয়ী হবে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের ইতিহাসে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।