গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ, মাস পেরোলেও গ্রেপ্তার হয়নি আসামি

ছবি-সংগৃহীত
পাবনা অফিস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩:০০
পাবনার ভাঙ্গুড়ায় কোলের সন্তানসহ এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের এক মাস পেরিয়ে গেলেও গ্রেপ্তার করা হয়নি অভিযুক্তকে। উল্টো মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী ও তাঁর পরিবারকে হুমকিধমকি দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। গত ২৬ ডিসেম্বর উপজেলার প্রত্যন্ত খানমরিচ এলাকার ওই ঘটনায় পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয় ১৫ জানুয়ারি। এতে প্রতিবেশী আবদুল হাইসহ অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিবেশী হওয়ার সুবাদে আবদুল হাই ওই গৃহবধূর বাড়িতে আসা-যাওয়া করতেন। ওই নারীকে বেশ কয়েকবার কুপ্রস্তাবও দেন তিনি। ঘটনার দিন গৃহবধূর স্বামী ও বড় তিন সন্তান বাড়িতে ছিলেন না। এ সুযোগে বিকেল ৩টার দিকে ছয় মাস বয়সের কোলের শিশুসহ তাঁকে জোরজবরদস্তি করে তুলে নিয়ে যান আবদুল হাই ও তাঁর সহযোগীরা। সেখানে আটকে রেখে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করেন তাঁর স্বজনরা।
ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর থেকে আসামি আবদুল হাই ও তাঁর আত্মীয়স্বজনরা মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছেন। এ ছাড়া আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই সাবিনুর ইসলাম বলেন, মামলাটির তদন্ত চলছে। আসামিকে পেলে অবশ্যই গ্রেপ্তার করা হবে।
ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়া হলে তারা থানায় জিডি করতে পারেন।
- বিষয় :
- গৃহবধূ ধর্ষণ