সাজেকে গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত

পর্যটন এলাকা সাজেক (ফাইল ফটো)
রাঙামাটি অফিস ও বাঘাইছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৫১ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৫২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচলং ব্রিজপাড়া এলাকায় রোববার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে দু’জন নিহত হয়েছে। তারা হলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য দীপায়ন চাকমা (৩৭) ও মন্টু চাকমা ওরফে আশীষ চাকমা (৪০)। দীপায়নের বাড়ি মাচলংয়ের দীপুপাড়ায়। আশীষের বাড়ি রুপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায়।
স্থানীয়রা জানায়, রোববার দুপুর ২টার দিকে সাজেকের ব্রিজ পাড়া এলাকার একটি দোকানে দীপায়ন চাকমা ও আশীষ চাকমা চা খাচ্ছিলেন। এ সময় ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিতে দুজন নিহত হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল জানান, ঘটনা শোনার পর সাজেক থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখান থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।
- বিষয় :
- ইউপিডিএফ কর্মী