ইউপিডিএফের ২ সদস্য নিহত: সাজেকে বিক্ষোভ, বুধবার অবরোধ

নিহত ইউপিডিএফ এর ২ সদস্যের কফিনে শ্রদ্ধা। ছবি: সমকাল
রাঙামাটি অফিস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:৩৪ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:৩৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে রোববার দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সাজেক ইউনিয়নে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট (ইউপিডিএফ)। মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রটের (ইউপিডিএফ)-এর বাঘাইছড়ি ইউনিটের উদ্যোগে মাচলং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফের সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা, ইউপিডিএফ সংগঠক সুমন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সদস্য উজ্জলা চাকমা। এর আগে কফিনসহ একটি মিছিল মৈত্রীপাড়া থেকে মাচলং ও সাজেক থানা প্রদক্ষিণ করে। পরে মাচলং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে বিভিন্ন গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।
এ পর্যন্ত সংগঠনের সাড়ে তিনশ’র বেশি নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে উল্লেখ করে সমাবেশে ইউপিডিএফ নেতারা বলেন, এ সব হত্যাকাণ্ডের দায় সরকার-প্রশাসনকে নিতে হবে। ৪ ফেব্রুয়ারি সন্তু গ্রুপের অস্ত্রধারীরা যেভাবে দিন দুপুরে আশীষ ও দীপায়ন চাকমাকে হত্যা করেছে এর দায় প্রশাসন এড়াতে পারে না। সরকার-প্রশাসনের ইন্ধনে জেএসএস সন্তু গ্রুপসহ ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
এদিকে, নিহত দুই ইউপিডিএফ সদস্যর মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
- বিষয় :
- ইউপিডিএফ কর্মী
- নিহত
- রাঙামাটি