ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল ২ শিশুর 

বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল ২ শিশুর 

ফাইল ফটো

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:২৬

কক্সবাজার-টেকনাফ সড়কে পায়রা বাসের চাপায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি চেকপোস্ট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইসমাইল (৮) ও হাসন (৬)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বেপরোয়া গতিতে কক্সবাজার থেকে টেকনাফ যাচ্ছিলো কক্সবাজার জ ১১-০১৭৯ নম্বরের পায়রা সার্ভিসের একটি বাস। পথে লেদা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি পথচারী দুই শিশুকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তারা নিহত হয়। এ ঘটনায় চালক এবং সহযোগীকে আটক করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

স্থানীয়রা বলছেন, এর আগেও কয়েকবার পায়রা সার্ভিসের বাসে দুর্ঘটনা ঘটেছে। অনিয়ন্ত্রিত গতি, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে।

আরও পড়ুন

×