শজিমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটি

ছবি: সংগৃহীত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:২৫ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:৪০
ডা. তৌফিক হাসান নিশাতকে সভাপতি ও ডা. ইলিয়াস হোসেনকে সাধারণ সম্পাদক করে ইন্টার্ন চিকিৎসক পরিষদ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ইউনিটের ২০২৪-২৫ কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ডা. কেএম আরিফকে সিনিয়র সহ-সভাপতি করে এই কমিটিতে ৮৪ জন চিকিৎসক দায়িত্ব পেয়েছেন।
রোববার রাতে বগুড়া শজিমেক শাখা ছাত্রলীগের সভাপতি শৈশব রায় ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
শজিমেক ছাত্রলীগের সভাপতি শৈশব রায় বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অসংখ্য রোগী প্রতিনিয়ত শজিমেক হাসপাতালে আসে। বিশাল সংখ্যক এই রোগীদের প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা। বর্তমান কমিটি হাসপাতালে রোগীদের মানসম্মত সেবাদানের পাশাপাশি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কাজ করবে।