বই পড়তে সন্তানদের উৎসাহিত করার আহ্বান এ. কে. আজাদের

ফরিদপুরে অমর একুশে বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এ. কে. আজাদ- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:৫৭ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:০৯
বই পড়তে সন্তানদের উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ। তিনি বলেছেন, ‘বাংলা ভাষা আমার মায়ের ভাষা, বাংলা ভাষা আমার ভাষা, বাংলা ভাষা আমাদের সন্তানদের ভাষা। এই ভাষাটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বই পড়বো, সন্তানদের বই পড়তে উৎসাহিত করবো।’
বুধবার ফরিদপুরে অমর একুশে বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জিাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসন আয়োজিত অমর একুশে বইমেলায় ৩০টি স্টল নিয়ে ৯ দিনব্যাপী চলবে এ মেলা। এ উপলক্ষে বুধবার আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এ. কে. আজাদ আরো বলেন, ‘আমাদের সাংস্কৃতির অবক্ষয় হয়েছে, এতটাই মান নেমে এসেছে যে, একসময় এ ধরনের বই মেলার আয়োজন স্থানীয় লেখক, কবি, সাহিত্যিকরা করতেন। আর আজ জেলা প্রশাসক আয়োজন করে আমাদের দাওয়াত করে এনেছেন। ফরিদপুরে এমন চিত্র ছিল না, ফরিদপুর ছিল একটি সাহিত্যে ও সংস্কৃতিতে সমৃদ্ধ নগরী। সেখানে সাহিত্য অঙ্গনের মানুষেরাই বই মেলা, কবিতা উৎসবের আয়োজন করতেন। একসময় ফরিদপুরের সাহিত্য উন্নয়ন সংস্থা ছিল একটি জাগ্রত সংস্থা, আজ সেটিও ঘুমন্ত অবস্থায় আছে। এটাকেও ঘুম থেকে জাগাতে হবে। আমরা আগামী বছর এই চিত্র পুরোটা পাল্টাতে চাই। সবাই মিলে উদ্যোগী হলে আমরা ফরিদপুরের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের চেহারা পাল্টে দিতে পারি। আগের যে শিক্ষা সাংস্কৃতির ঐতিহ্যবাহী ফরিদপুর ছিল, তা ফিরিয়ে আনতে আগামীতে এই অঙ্গনের মানুষেরাই এধরেনের আয়োজন করবেন, সেখানে প্রশাসনের কর্মকর্তারা অতিথি হয়ে আসবেন, সেটাই বেশি গৌরবের।’
তিনি জেলা প্রশাসক ও তার সহকর্মীদের একটি সমৃদ্ধ বইমেলা আয়োজন করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যে কাজটি ফরিদপুরের মানুষের করার কথা, সেটি আপনারা করে শিক্ষা সাংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও এগিয়ে নিতে নিজেদের কাজকর্মের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করে ফরিদপুরকে সমৃদ্ধ করছেন।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মো শাহজাহান, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ শাহনেওয়াজ, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মাহামুদা বেগম, ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, এনজিও ব্যাক্তিত্ব ও নারী নেত্রী আসমা আক্তার মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে নতুন অতিথিদের প্রকাশিত নতুন বই উপহার দেওয়া হয়। পরে বই মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরে মঞ্চে একটি মনোজ্ঞ সাংস্কৃতির অনুষ্ঠান পরিবশেন করেন স্থানীয় শিল্পিরা। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িতে অতিথিরা মেলার উদ্বোধন করা হয়। এ মেলায় স্থানীয় লেখকদের চারটি বই প্রকাশ হয়েছে।
- বিষয় :
- ফরিদপুর-৩
- বইমেলা
- এ. কে. আজাদ