ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আনন্দে ভাসছে বরিশাল নগরী

আনন্দে ভাসছে বরিশাল নগরী

ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০২ মার্চ ২০২৪ | ০০:১৮

বিপিএলে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ান হওয়ায় আনন্দে ভাসছে বরিশাল নগরী। শুক্রবার জয় নিশ্চিত হওয়ার পর হাজার হাজার তরুণ-যুবক ‘বরিশাল-বরিশাল’ শ্লোগান দিয়ে রাস্তায় নেমে আসেন। তারা নেচে গেয়ে উল্লাস করেছেন।

যুবকদের উচ্চ শব্দের হর্ণে মোটরসাইকেল মহড়া, পিকআপ-ট্রাকে শ্লোগান দিয়ে নগরী ঘুরে বেড়ানো এবং আতশবাজির শব্দে পুরো নগর আনন্দময় হয়ে ওঠে। পাড়া-মহল্লা থেকে একের পর এক মিছিল বের হয়। মিছিলের কারণে রাত ১০টার দিকে নগরের প্রধান সড়ককে যানজটের সৃষ্টি হয়। গভীর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় মিছিল ও আতশবাজির শব্দ শোনা যাচ্ছে।

আরও পড়ুন

×