ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বোয়ালমারীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

বোয়ালমারীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

প্রতীকী ছবি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১২:২৮

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। নিহতরা মোটরসাইকেলের চালক ও আরোহী ছিলেন। 

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনমালিপুর নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের জিয়া শেখের ছেলে নাইম শেখ (২৪) ও মুহাম্মাদ শেখের ছেলে ইমরান শেখ (২৭)। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাচা ইমরান শেখ ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন এবং তার ভাতিজা নাইম শেখ বোয়ালমারীতে টাইলসের কাজ করতেন।

বিয়ের দাওয়াত খেতে রোববার ছুটিতে বাড়ি আসেন চাচা ইমরান। বিয়ের অনুষ্ঠান শেষে মঙ্গলবার সকালে ভাতিজা নাইম তার মোটরসাইকেলে চাচাকে মকসুদপুর থানার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতিতে পৌঁছে দিতে রওয়ানা হয়। 

মোটরসাইকেলটি বনমালিপুর এলাকায় পৌঁছালে একটি মাছবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে ইমরান ও নাইমকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক তাদের মৃত ঘোষণা করেন। তিনি বলেন, দুজনই ঘটনা স্থলে মারা যান। তাদের মাথায় ও কপালে আঘাত লাগায় তারা নিহত হন।

এদিকে পিকআপটি ঘটনাস্থলে উল্টে গিয়ে চালক ও হেলপার গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×