কৃষককে টুকরো টুকরো করে ফেলল বন্যহাতি

নিহত কৃষকের স্ত্রী ও স্বজনরা। ছবি: সমকাল
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১৯:৫০
হালুয়াঘাট সীমান্তে হাতির আক্রমণে মানুষের প্রাণহানি থামছেই না। সোমবার রাত ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তে ভুবনকুড়া ইউনিয়নে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত সাইফুল ইসলাম (৪৪) মহিষলেটি এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, কয়েক দিন ধরে বন্যহাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে এসে সবজি ও বোরো ক্ষেতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ফসল রক্ষায় কৃষক হই-হুল্লা করে হাতি তাড়ানোর চেষ্টা করেন। গত সোমবার রাতে সাইফুল তাঁর শসাক্ষেতে পানি দিতে যান। এ সময় বন্যহাতির দল তাঁর ক্ষেতে আক্রমণ চালালে তাড়াতে গিয়ে হাতির সামনে পড়ে যান। এ সময় হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে দেহ থেকে মাথা আলাদা করে চলে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
নিহতের স্ত্রী সুলতানা আক্তার বলেন, ‘আমার স্বামী শসাক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। সন্ধ্যায় পানি দেওয়ার সময় একটি হাতি আমার স্বামীকে তাড়া করলে দৌড়ে জঙ্গলে গিয়ে পড়েন। পরে জঙ্গলের মাঝে আমার স্বামীকে হাতি পিষ্ট করে কয়েক টুকরো করে মেরে ফেলে। আমার সব শেষ হয়ে গেল। আমি কী নিয়ে বাঁচব?’
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আক্কাস আলী বলেন, ‘আমিও ক্ষেতে পানি দিচ্ছিলাম। এ সময় একটি হাতি এসে আক্রমণ করতে চাইলে আমরা দৌড়ে চলে যাই। আর সাইফুল দূরে চলে যেতে না পারায় তাকে আক্রমণ করে হাতি। কিছুক্ষণ পর আমরা গিয়ে দেখি, তার মাথা, হাত-পা সবকিছু আলাদা হয়ে আছে। চেনার কোনো উপায় নেই।’
ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ বিন মতিন জানান, খবর পেয়ে নিহতের বাড়ি গিয়ে তাঁর পরিবারকে পাঁচ হাজার টাকা দিয়েছেন তারা। নিহত কৃষকের পরিবারকে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ থেকে আর্থিক সহায়তা করা হবে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই কৃষকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’