ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভাসানচরে জাপানি অনুদান প্রকল্প এলাকা পরিদর্শনে এলেন রাষ্ট্রদূত

ভাসানচরে জাপানি অনুদান প্রকল্প এলাকা পরিদর্শনে এলেন রাষ্ট্রদূত

বৃহস্পতিবার (৭ মার্চ) ফ্রেন্ডশিপ এনজিওর পরিচালিত এই প্রকল্প পরিদর্শনে আসেন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪ | ১২:৫০

নোয়াখালির ভাসানচরে জাপানি অনুদান প্রকল্প ফ্রেন্ডশিপ প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার (এফপিএইচসিসি) পরিদর্শন করেছেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। 

বৃহস্পতিবার (৭ মার্চ) ফ্রেন্ডশিপ এনজিওর পরিচালিত এই প্রকল্প পরিদর্শনে আসেন রাষ্ট্রদূত, জানানো হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে। 

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে স্থাপিত হয় এই প্রকল্প, যেখানে বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট এবং দাঁতের চিকিৎসা করানোর মতো সরঞ্জাম রয়েছে। 

ভাসানচরের স্বাস্থ্যসেবা উন্নয়নে এই প্রকল্পের সরঞ্জামগুলো কাজে আসবে এবং রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত। 

আরও পড়ুন

×