ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কুসিকে ভোটার উপস্থিতি কম

কুসিকে ভোটার উপস্থিতি কম

কুসিক নির্বাচনে একটি কেন্দ্রে ভোটগ্রহণের চিত্র। ছবি- সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১০:৪৭ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১২:৪০

কুমিল্লা সিটির উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুবই কম। সকাল ৮ টা থেকে ইভিএমে  শুরু হয়েছে ১০৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ। সকাল সাড়ে ৮টায় নগরীর প্রাণ কেন্দ্র ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে গিয়ে কোন ভোটার পাওয়া যায়নি। একই চিত্র ছিল হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের মহিলা কেন্দ্রে। 

মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন বাস প্রতীকের কর্মীরা তার কর্মী ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন। অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে দেয়নি।  একই অভিযোগ ছিল মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের।  

তবে জেলা রিটার্নিং অফিসার ফরহাদ হোসেন বলেন, ছোটখাটো কিছু অভিযোগ আসছে। এগুলো আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা দেখছেন। তিনি বলেন, ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। 

কুমিল্লা সিটি করপোরেশনে দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে। পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ২৮২ জন, নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুই জন। ভোটকক্ষের সংখ্যা ৬৪০টি। প্রিজাইডিং কর্মকর্তা ১০৫ জন, সহকারী প্রিজাইডিং ৬৪০ জন, পোলিং এজেন্ট এক হাজার ২৮০ জন। 

প্রতি তিন ওয়ার্ডে একজন করে নয় জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে সব ওয়ার্ডে একজন করে ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। ১০৫ কেন্দ্রের নিরাপত্তায় ১২ প্লাটুনে ৪৫০ জন বিজিবি মোতায়েন করা হয়েছে। র‍্যাব ২৭টিমে ৯৩৯ জন, পুলিশের ২৭টি মোবাইল টিমে ১৩৩৯ জন ও নয়টি স্ট্রাইকিং ফোর্স মাঠে আছেন। প্রতি কেন্দ্রে সার্বক্ষণিক পাঁচ জন পুলিশ সদস্য আছেন। এ ছাড়াও দুই থানার দুটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করছে।

বেলা পৌনে ১১ টায় নগরীর কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে গিয়ে দেখা যায় ৩ নম্বর বুথে প্রায় ২ ঘন্টায় ভোট পড়েছে ৫৩টি। ৪ নম্বর বুথে ৪৫টি ভোট। ৭ নম্বর বুথে ৪৯ ভোট। এসব বুথে ভোটার আছে ৩৫৩ জন করে। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাঈদুর রহমান বলেন, এ কেন্দ্রে মোট ভোটার আছে ২৪৭১ জন। বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়ছে।

উল্লেখ্য, ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×