ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শিবগঞ্জে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪২ শতাংশ

পৌরসভা উপনির্বাচন 

শিবগঞ্জে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪২ শতাংশ

ছবি-সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১৩:০০

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্র ভোটারদের উপস্থিতি দেখা গেছে। শনিবার সকাল ৮টায় ভোট শুরুর পর সাড়ে ৪ ঘণ্টায় ৪২ শতাংশ ভোট পড়েছে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। তিনি জানান, আজ সকাল ৮টা থেকে ১১টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর সাড়ে ১২টার মধ্যে ৪২ শতাংশ ভোট পড়েছে ৷ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র‍্যাব আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শিবগঞ্জ পৌরসভার ১১টি কেন্দ্রে মোট ভোটার ১৯ হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার নয় হাজার ৬৩০ জন ও নারী ভোটার ৯ হাজার ৮৪৩ জন।

জাতীয় নির্বাচনে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদূর রহমান মানিক দলটির নৌকা মার্কার প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় আসেন৷ এজন্য তাকে মেয়র পদ থেকে অব্যাহতি নিতে হয়। পরে ওই আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহকে সমর্থন দিলে সংসদ নির্বাচন থেকে সরে আসেন মেয়র মানিক৷ পৌরসভার মেয়র পদের এই উপনির্বাচনে দুইবারের সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক নারিকেল গাছ প্রতীক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর রহমান রাজু হ্যাঙ্গার প্রতীক, এছাড়া হামদান মন্ডল জগ প্রতীক ও আব্দুল খালেক মোবাইলফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

×