ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অভিযোগকে ‘অপপ্রচার’ বললেন মেয়র প্রার্থী সূচনা

অভিযোগকে ‘অপপ্রচার’ বললেন মেয়র প্রার্থী সূচনা

ভোট দেওয়ার পর ভিক্টর সাইন দেখান কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র প্রার্থী তাহসীন বাহার সূচিনা। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১৫:৪৮ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১৮:৪৯

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে এজেন্টদের বের করে দেওয়া ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেছেন তিনি মেয়র প্রার্থী। তবে এসব অভিযোগ অপপ্রচার বলে দাবি করেছেন মেয়র প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। শনিবার বেলা ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. সূচনা সদর আসনের এমপি আ ক ম বাহা উদ্দিনের মেয়ে এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

প্রতিদ্বন্দ্বী অন্য তিন প্রার্থীর অভিযোগকে ‘মিথ্যা’ অভিহিত করে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা বলেন, আমি এই প্রথমবার প্রার্থী হয়েছি। কিন্তু আমি যেহেতু রাজনৈতিক পরিবারেরই মেয়ে, নির্বাচন আমার জন্য প্রথম কিছু না। নির্বাচন ইভিএমে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। 

তিনি বলেন, এখন সবার হাতে মোবাইল ফোন আছে, যে কেউ ভোট নিয়ে লাইভে যেতে পারে। 

এর আগে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, অনেক কেন্দ্রে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে রাস্তায় বাধা দেওয়া হচ্ছে। 

একই অভিযোগ করেছেন অন্য দুই মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ও নুর উর রহমান মাহমুদ তানিম। 

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, যেখানেই ছোটখাটো সমস্যা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ব্যবস্থা নিয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। 

আরও পড়ুন

×