ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাদ্রাসাছাত্রীদের পথে পথে ‘বখাটে বাধা’

মাদ্রাসাছাত্রীদের পথে পথে ‘বখাটে বাধা’

প্রতীকী ছবি

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ০৭:১৭ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ | ১০:২৫

বখাটেদের নানা কটূক্তি ও অশোভন আচরণের কারণে পিরোজপুরের ভাণ্ডারিয়ার একটি মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্রীর জীবনে দুর্ভোগ নেমে এসেছে। এদের সবাই উপজেলার নদমূলা-শিয়ালকাঠি ইউনিয়নের নদমূলা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় পড়াশোনা করে। নিরাপত্তার শঙ্কায় বেশ কয়েকদিন ধরে তারা মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে কয়েকজন ছাত্রীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর বুধবার লিখিত অভিযোগ দেওয়া হয়। একই দিন মাদ্রাসা কর্তৃপক্ষও ইউএনওর কাছে অভিযোগ দিয়েছে। 

দুটি অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদমূলা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার বিভিন্ন শ্রেণির কয়েকজন ছাত্রীকে আসা-যাওয়ার পথে নদমূলা গ্রামের সজিব মুন্সী ও শফিকুল মুন্সীর নেতৃত্বে কয়েকজন বখাটে প্রতিনিয়ত উত্ত্যক্ত করে। অশোভন অঙ্গভঙ্গি ও কটূক্তির কারণে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হয়ে আসছে তারা। প্রতিবাদ করলে বখাটেরা ‘দেখে নেওয়া’র হুমকি দেয়। নিরাপত্তাহীনতায় বাধ্য হয়ে তারা এখন মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। 

এসব বিষয়ে জানতে সজিব মুন্সী ও শফিকুল মুন্সীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ দুই তরুণের বাবা ইব্রাহিম মুন্সী অভিযোগ অস্বীকার করেন। তাঁর ভাষ্য, ছেলেরা এমন ঘটনায় জড়িত নয়।

নদমূলা-শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বলেন, মাদ্রাসার দেওয়া অভিযোগের অনুলিপি পেয়েছেন। বিষয়টি অবগত আছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মাদ্রাসার সুপার এ কে এম শাহজাহান বলেন, ছাত্রীদের উত্ত্যক্তের বিষয়ে ইতিপূর্বে থানায় জানানো হয়। এতে ওই বখাটেরা আরও বেপরোয়া হয়ে ওঠে। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখছেন তারা। এর প্রতিকার চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ দিলে হবে না, শিক্ষার্থীর অভিভাবককে থানায় লিখিত দিতে হবে। তাহলে বখাটেদের আইনের আওতায় আনা যাবে।

ভাণ্ডারিয়ার ইউএনও মো. ইয়াছিন আরাফাত রানা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×