ইফতার না পাওয়ায় বাগ্বিতণ্ডা-সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ফাইল ছবি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ১৯:১৪
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে ইফতার বিতরণকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।
গত মঙ্গলবার প্রথম রমজানে ইফতার বিতরণকে কেন্দ্র করে ওই গ্রামের রইছ মিয়া ও ময়না মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, প্রথম রমজানে মন্দিয়াতা গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারি ময়না মিয়া মসজিদে ইফতারি বিতরণ করেন। উপস্থিত লোকদের চেয়ে ইফতার সামগ্রী কম থাকায় রইছ মিয়াসহ আরও কয়েকজন ইফতার পাননি। এ নিয়ে রইছ মিয়া ও ময়না মিয়ার মধ্যে বাগ্বিতণ্ডা ঘটে। পরে রইছ মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ময়না মিয়ার বাড়িতে হামলা চালালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় আহত আক্তার হোসেন (২১), পারুল বেগম (৪৫), ফেরদৌসী বেগম (৫০), মুন্না মিয়া (১৪), সালমান মিয়া (১৯), পারুল বেগম (৫০), জামরুল মিয়া (২৫), ফুল মিয়া (৪০), জিলানী মিয়াকে (৩৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পাবেল মিয়া (২৩) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ইফতার
- ইফতার বিতরণ
- সংঘর্ষ