ফরিদপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ. কে. আজাদের শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেন্দ্রীয় প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য এ. কে. আজাদ
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ১০:০৩ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ১০:০৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ফরিদপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ৯টায় শহরের অম্বিকা ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেন্দ্রীয় প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ।
এর পর একে একে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, হাইওয়ে পুলিশ, সদর উপজেলা পরিষদ, জেলা আনসার কমান্ড, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ক্রীড়া সংস্থা এলজিইডি, গণপূর্ত, সড়ক বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল জেলা কারাগারসহ সকল সরকারি প্রতিষ্ঠান, সকল বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি স্কুল কলেজ সমূহ ফরিদপুরের বিভিন্ন এনজিও সমূহ এবং ব্যক্তি পর্যায়ে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে অম্বিকা মেমোরিয়াল হলে জেলা প্রশাসনের আয়োজনে কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ. কে. আজাদ।