ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গুলিতে কলেজছাত্র নিহত

ভারতে পালানোর সময় শুটার রাব্বিসহ গ্রেপ্তার ১২ 

ভারতে পালানোর সময় শুটার রাব্বিসহ গ্রেপ্তার ১২ 

গ্রেপ্তার রাব্বি ও সমুনসহ ৭ জন। ছবি” সমকাল

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ২০:৫১

কুমিল্লায় অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় গুলিতে কলেজছাত্র জামিল হাসান অর্ণব নিহতের ঘটনায় শুটার রাব্বি ও সমুনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। শনিবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‌্যাব ও পুলিশ তাদের গ্রেপ্তার করে। রোববার সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। 

এর আগে শনিবার রাতে নিহত অর্ণবের মা ঝর্ণা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ২৫ জনকে এজাহারনামীয় ও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। 

রোববার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আবদুল মান্নান জানান, থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩ অস্ত্রধারীর মধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে। ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে এজাহারভুক্ত আসামি শাসনগাছা মোল্লা বাড়ির খলিলুর রহমানের ছেলে শুটার ফজলে রাব্বী (৩০) ও একই এলাকার মৃত রফিকের ছেলে শুটার মো. সুমনকে (২৮) গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

পুলিশের হাতে গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- একই এলাকার মৃত মনু মিয়ার ছেলে রাশেদ (৩৮), আনোয়ার মিয়ার ছেলে কাউসার (২০), বাদশা মিয়ার ছেলে খলিলুর রহমান (৬০), হাবিবুর রহমানের ছেলে রিয়াজ (২৬), আবদুর রশিদের ছেলে সোলেমান (৩৮)। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মানথই মারমা, খন্দকার মো. আশফাকুজ্জামান, নাজমুল হাসান, কামরান হোসেন, কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন, জেলা ডিবি পুলিশের ওসি রাজেস বড়ুয়া প্রমুখ। 

এদিকে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান জানান, পৃথক অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- শাসনগাছা এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো. হালিম (৫৫), আবদুর রশিদের ছেলে মো. সজল (৩০), কালু মিয়ার ছেলে ওমর ফারুক (২৪), রাজ্জাক মিস্ত্রির ছেলে বাচ্চু মিয়া (৩৫) ও জেলার চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. ইব্রাহীম (২৫)। 

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে শহরের শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় দু’পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় গুলিতে ওই এলাকার আজহারুল ইসলামের ছেলে জামিল হাসান অর্ণব নিহত হন।

আরও পড়ুন

×