ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফরিদপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা দিলেন এ. কে. আজাদ

ফরিদপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা দিলেন এ. কে. আজাদ

আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন সংসদ সদস্য এ. কে. আজাদ

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ | ১৬:০৫ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ | ১৬:১০

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন সংসদ সদস্য এ. কে. আজাদ। এছাড়া ঘর তুলতে ক্ষতিগ্রস্তদের টিনও দিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত জামাল শেখ, মহিম শেখ ও মজনু শেখের বাড়ি পরিদর্শন করেন। এ সময় জামাল শেখের বাড়ির আগুনে পাশের দুটি আংশিক ক্ষতিগ্রস্ত অন্তর বিশ্বাস ও আসলাম শেখের বাড়িও পরিদর্শন করেন তিনি। 

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ সময় প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জামাল শেখ মহিম শেখ ও মজনু শেখের পরিবারকে অতিরিক্ত এক বান্ডিল করে টিন দেন।
আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ  

বুধবার দুপুরে জামাল শেখের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তাদের তিনটি পরিবারের ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তাদের বাড়িতে লাগা আগুনে প্রতিবেশী দুটি পরিবারের দুটি গরুর ঘর ও একটি রান্নাঘর পুড়ে আংশিক ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামাল শেখ বলেন, আমরা দিনমজুর পরিবারের সদস্য। আমাদের তিনটি পরিবারের জামাকাপড় ছাড়া কিছুই আগুন থেকে রক্ষা করতে পারিনি। সবকিছু পুড়ে ছাই হয়েছে। এক মাস আগে আমার ছোট ভাই মহিম শেখের জীবিকার বাহন রিকশাটিও চুরি হয়েছে। আমার মেয়ের লেখাপড়ার বইখাতা পুড়ে গেছে। আমার মেয়ে খুব মেধাবী। তার পড়াশোনার জন্য সহযোগিতা প্রয়োজন।

সংসদ সদস্য এ. কে. আজাদ এ সময় বলেন, সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন তা পর্যায়ক্রমে করা হবে। বর্তমানে আপনাদের পরিবারের আশ্রয়ের  জন্য ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা দেওয়া হলো।

আরও পড়ুন

×