ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পুলিশ কনস্টেবল পদে সিলেটে চাকরি পেলেন ৮৬ জন

পুলিশ কনস্টেবল পদে সিলেটে চাকরি পেলেন ৮৬ জন

পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ০৬:৫৩ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ১১:১১

‘সেবার ব্রতে চাকরি’, স্লোগানকে সামনে রেখে সিলেট জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এতে টিআরসি পদে ৮৬ জন চাকরি প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।

জানা গেছে, ২ হাজার ১৭৬ চাকরিপ্রার্থীর মধ্যে তিনটি বিভিন্ন পর্যায় অতিক্রম শেষে গত ১৬ মার্চ ৬২৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে ১৬১ জন উত্তীর্ণ হন। এদের মধ্য থেকে মৌখিক পরীক্ষায় ১৩ জন নারী ও ৭৩ জন পুরুষসহ প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধা ও যোগ্যতারভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হন।

পুলিশ সুপার জানিয়েছেন, নির্বাচিতদের মধ্যে অনেকের বাবা নেই, অনেকের পরিবারে প্রথম সরকারি চাকরি ও অনেকে আবার প্রান্তিক পরিবারের সদস্য। পরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত সবাইকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

আরও পড়ুন

×