ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘আত্মহনন ঠেকাতে যত্ন নিতে হবে মানসিক স্বাস্থ্যের’

‘আত্মহনন ঠেকাতে যত্ন নিতে হবে মানসিক স্বাস্থ্যের’

উন্নয়ন সংস্থা নন্দিতা সুরক্ষার সেমিনার

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪ | ০৫:১৯

সদ্য কৈশোর পেরোনো তরুণ-যুবাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ফরিদপুরে আয়োজিত এক সেমিনারের আলোচকরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী অবন্তিকার আত্মহননের উদাহরণ টেনে তারা বলেছেন, তারুণ্য আর কারও এমন নির্মম পরিণতি দেখতে চায় না। এ জন্য তরুণদের মনোবল দৃঢ় করার কাজ শুরু হয়েছে। 

ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সোমবার ওই সেমিনারের আয়োজন করে উন্নয়ন সংস্থা নন্দিতা সুরক্ষা। সংস্থাটি পুলিশের সঙ্গে ধারাবাহিকভাবে এমন কর্মসূচি পালন করছে। এর আগে একই উপজেলার গেরদা এ এফ মুজিবুর রহমান হাইস্কুল, ফরিদপুর সিটি কলেজ, ডোমরাকান্দি হাইস্কুল, কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটে সেমিনার করেছে নন্দিতা সুরক্ষা।

সোমবারের সেমিনারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় কী কী করতে হবে, এ বিষয়ে নির্দেশনা দেন। তিনি যৌন হেনস্তা বা যে কোনো ধরনের সহিংসতার শিকার হলে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রাথমিক ধাপ, সাইবার অপরাধের শিকার হলে কী করতে হবে, তাও তুলে ধরেন।

মুক্ত আলোচনায় কিশোর-কিশোরীরা তাদের অভিজ্ঞতা জানিয়ে নানা বিষয়ে প্রশ্ন করেন। তাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেন রিসালাম কাউন্সিলিং সেন্টারের সাইকো সোশ্যাল  কাউন্সিলর রিসালাতুলনাহার রীনা।

নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি বলেন, ‘যৌন সহিংসতার মতো ভয়াবহ ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অবন্তিকার মতো একজন মানুষের মনোবল ভেঙে পড়ে। বিষয়টি আমাদের বিশেষভাবে নাড়া দিয়েছে।’ তাই শুধু বিচার চাওয়ার মধ্যে কাজ সীমাবদ্ধ না রেখে তারা কিশোরী-নারীদের জাগিয়ে তোলায় উদ্যোগী হয়েছেন।

আরও পড়ুন

×