ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অনেকের মাঝে ব্যতিক্রম চা বিক্রেতা সরোয়ার

অনেকের মাঝে ব্যতিক্রম  চা বিক্রেতা সরোয়ার

মুনাফালোভী কারবারিদের মাঝে ব্যতিক্রম সরোয়ার আলম। রমজানকে পুঁজি করে ব্যবসায়ীরা যেখানে বেপরোয়া, সেখানে চায়ের দাম কমিয়ে দিয়েছেন। তাঁর দোকানে ১৫ টাকার চা এখন ১২ টাকা সমকাল

শৈবাল আচার্য্য, চট্টগ্রাম

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ০০:১০

রমজানে বাড়তি চাহিদাকে পুঁজি করে অনেক ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। তবে মুনাফালোভী অনেকের ভিড়ে ব্যতিক্রম সরোয়ার আলম। রমজান উপলক্ষে প্রতি কাপ চায়ের দাম ৩ টাকা কমিয়ে দিয়েছেন ষাটোর্ধ্ব এ ব্যক্তি।
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি স্টেডিয়ামপাড়ায় ফুটপাতে তাঁর দোকান। সেই দোকানের সামনে লিখে রেখেছেন ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৫ টাকার চা ১২ টাকা’।

তাঁর এ ঘোষণা নজর কাড়ছে অনেকের। এমন উদ্যোগ ও চিন্তাকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। স্থানীয়দের কাছে ‘মিটা কাকু’ হিসেবে পরিচিত সরোয়ার। চা বিক্রির টাকা জমিয়ে এরই মধ্যে হজ করে এসেছেন তিনি।
সড়কের পাশে ছোট্ট একটি টেবিল আর চেয়ার নিয়ে প্রতিদিন চা বিক্রি করেন সরোয়ার। তাঁর আশপাশে রয়েছে আরও অনেক চায়ের দোকান। কিন্তু ক্রেতা বেশি তাঁর দোকানেই। কথা বলে জানা যায়, অন্যরা কনডেন্সড মিল্ক ও সাদা চিনি দিয়ে চা বানালেও সরোয়ার আলম বানান পাউডার দুধ ও লাল চিনি দিয়ে। এ কারণেও তাঁর চায়ের চাহিদা বেশি। ভালো মানের গুঁড়ো দুধ, লাল চিনি ও চা পাতা ব্যবহার করায় স্টেডিয়ামপাড়ায় ‘ভালো চা বিক্রেতা’ হিসেবে সুনাম রয়েছে তাঁর। রোজার মাসে ইফতারের পর থেকে মধ্যরাত পর্যন্ত চা বিক্রি করেন তিনি। প্রতিদিন ৪০০ কাপের বেশি চা বিক্রি হয় তাঁর।

সরোয়ার আলম সমকালকে বলেন, ‘অন্যবারের তুলনায় এবার বাজারে সবকিছুর দাম বেশি। এতে কষ্টে রয়েছে বেশির ভাগ মানুষ। তাই প্রতি কাপ চায়ের দাম ৩ টাকা কমিয়ে দিয়েছি। এই ৩ টাকা অনেকের জন্য কিছুটা হলেও স্বস্তির।’ সরোয়ার বলেন, ‘রমজান মাসে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে জিনিসপত্রের দাম কমে। তাই আমিও চায়ের দাম কমিয়ে দিয়েছি। এতে আয় কম হচ্ছে, তবে অনেকের দোয়া পাচ্ছি।’
সরোয়ার আলমের চায়ের দোকানে নিয়মিত আসেন অ্যাডভোকেট মো. ফোরকান রাসেল।  সমকালকে তিনি বলেন, ‘স্টেডিয়ামপাড়ায় অনেকেই চা বিক্রি করেন, তবে চাচার চা সেরা। কারণ, লাভের দিকে তাঁর নজর কম। সে কারণেই তিনি রমজান উপলক্ষে চায়ের দাম ৩ টাকা কমিয়েছেন।’

কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, ‘রমজানে বেশির ভাগ ব্যবসায়ী বাড়তি মুনাফা করার চেষ্টায় থাকে। অথচ চা বিক্রেতা সরোয়ার আলম মানবিকতার পরিচয় দিয়েছেন। ইচ্ছাটাই আসলে বড়।’
সরোয়ার আলমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। ৩০ বছরের বেশি সময় ধরে তিনি এমএ আজিজ স্টেডিয়াম এলাকার ফুটপাতে চা বিক্রি করছেন।

 

আরও পড়ুন

×