ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ট্রেনের টানে গিয়ে মৃত্যুর কোলে

ট্রেনের টানে গিয়ে মৃত্যুর কোলে

ফাইল ছবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ২০:১৫

মায়ের সঙ্গে সেহরিতে খাবার খেয়ে নামাজ পড়েছিল জান্নাতুল ফেরদৌসি। মা ঘুমিয়ে পড়লে ট্রেন দেখতে বেরিয়ে পড়ে। বাড়ির অদূরে রেললাইনে কাটা পড়ে প্রাণ যায় এ কিশোরীর। বুধবার ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্ঘটনার শিকার হয় সে। 

নিহত জান্নাতুল ফেরদৌসি (১৬) খুটাখালী তমিজিয়া মাদ্রাসায় পড়ত। সে খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া ৩ নম্বর ওয়ার্ডের দুর্বারমাঠ গ্রামের মো. শহীদুল্লাহর মেয়ে। জান্নাতুলের আত্মীয় ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আওয়ালের ভাষ্য, খুটাখালীর নলবুনিয়া এলাকায় বুধবার ভোরে ট্রেন দেখতে যায় মেয়েটি। ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল ‘কক্সবাজার এক্সপ্রেস’। ওই ট্রেনে কাটা পড়ে জান্নাতুলের প্রাণ যায়।

কক্সবাজার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাফর আলম বলেন, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

×