১০ দিন ছুটির ফাঁদে বুড়িমারী স্থলবন্দর

ফাইল ছবি
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ২৩:০৩
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ ও সাপ্তাহিক বিরতি মিলে এই ছুটি দেওয়া হয়েছে। তবে এ সময় বন্দরটি দিয়ে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বুড়িমারী শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে।
ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এসআই আহসান কবির সরকার পলাশ বলেন, পবিত্র শবেকদর, ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ৬ থেকে ১৪ এপ্রিল এবং ছুটির তারিখের আগে শুক্রবার সাপ্তাহিক বিরতি থাকায় ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এই সময়ে ইমিগ্রেশন চালু থাকবে; এ পথ দিয়ে যাতায়াত করতে পারবেন পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, বন্দরের ব্যবসায়ীদের ঐকমত্যের ভিত্তিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল আবার স্বাভাবিক নিয়মে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, আমদানি-রপ্তানি না হলে বন্দর কার্যত কার্যক্রমশূন্য হয়ে পড়ে।
- বিষয় :
- বুড়িমারী