হঠাৎ নতুন পোশাক পেয়ে বাপ্পীদের উচ্ছ্বাস

বেদেপল্লির এক শিশুকে নতুন পোশাক পরিয়ে দিচ্ছেন এক স্বেচ্ছাসেবী। শুক্রবার নড়াইলের গোবরা এলাকায় সমকাল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ২২:২২
ওরা যাযাবর। আজ এখানে, তো মাসখানেক পর অন্য জায়গায়। মাসখানেক ধরে ১৫ পরিবারের এই বেদেবহর বসত গেড়েছে গোবরা এলাকার চিত্রা নদীর তীরে। জায়গাটি নড়াইল শহরের প্রায় ৭ কিলোমিটার দক্ষিণে। হতদরিদ্র বাবা-মায়েরা ঈদের পোশাক কিনে দিতে পারেন না শিশুদের। এ জন্য সুবিধাবঞ্চিত এসব পরিবারে ঈদ আসে আক্ষেপ হয়ে। শুক্রবার বিকেলে হঠাৎ তাদের মাঝে বয়ে যায় আনন্দের বন্যা। বেদেপল্লির শিশুদের জন্য সেখানে ঈদের নতুন পোশাক নিয়ে হাজির হয় একদল তরুণ।
ওই তরুণরা এসেছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনে’র হয়ে। প্রত্যেক শিশুর গায়ে নতুন পোশাক পরিয়ে দেন তারা। এ সময় খুশি ধরছিল না বাপ্পী নূর, রহমাতুল্লাহ, রিয়ান, সবিনুর, সাজিনুর, ইতিসহ অন্য শিশুদের মনে। তারা জানায়, ঈদের আগেই নতুন কাপড় পেয়ে খুব ভালো লাগছে। এবার সবাই মিলে অনেক আনন্দ করবে।
ফাল্গুনী বেগম ও সবুজ সরদার নামের দুই অভিভাবক বলেন, সন্তানের জন্য নতুন পোশাক কেনার সামর্থ্য নেই তাদের অনেকেরই। শিশুদের নতুন পোশাক কেনার স্বপ্ন পূরণ করেছেন ওই ভাইয়েরা। শুক্রবারের ইফতারও তারা একসঙ্গে করেছেন।
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ঈদুল ফিতর, ঈদুল আজহা, বিশ্ব ভালোবাসা দিবসসহ উৎসব সামনে রেখে এমন আয়োজন করেন বলে জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ। তিনি বলেন, এবার ঈদুল ফিতরের আগে বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য নতুন পোশাক দিয়েছেন। এতে সহায়তা করেছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
- বিষয় :
- ঈদ পোশাক