স্বস্তির ঈদযাত্রা ঢাকা-রংপুর মহাসড়কে

ঢাকা-রংপুর মহাসড়কে যানজট নেই
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ১৫:৪৯
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলা অভিমুখে ঢাকা-রংপুর ও ঢাকা-রাজশাহী মহাসড়কে এবার স্বস্তির ঈদযাত্রা দেখা গেছে। ঘরে ফেরা মানুষজনের যানবাহনের চাপ বাড়লেও সিরাজগঞ্জের ওই দু’টি মহাসড়কে সোমবার থেমে থেমে যানজট ও যানবাহনের ধীরগতির কোনো দৃশ্য দেখা যায়নি।
সওজের সাসেক সংযোগ-২ সড়ক প্রকল্পের অধীন আট বছর ধরে চারলেন রাস্তা নির্মাণের কারণে গত বছরগুলোতে অসহনীয় যানজট ও যানবাহনের ধীরগতি থাকলেও এবারই ব্যতিক্রম চিত্র জেলার দু’টি গুরত্বপূর্ণ মহাসড়কে।
টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর জেলা পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়ক সম্প্রসারণ কাজ অনেক জায়গায় ৭০ থেকে ৮০ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে যানবাহনের কিছুটা ধীরগতি থাকলেও অসহনীয় যানজট নেই।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের মহাসড়কে যানজট দেখা যায়নি। রোববারের চেয়ে যানবাহনের সংখ্যা আজ বেড়েছে। তবে অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক গতিতে সব যানবাহন চলাচল করছে।
ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহনের চালক আব্দুস সাত্তার জানান, ঈদের আগে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে এবার স্বস্তিতে যেতে পারছি।’
হাটিকুমরুল হাইওয়ে থানা ওসি এম এ ওয়াদুদ বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে গাড়ির চাপ বেড়েই চলেছে। রাতে এই চাপটা আরেকটু বেশি ছিল। তবে মহাসড়কের কোথাও কোনো ভোগান্তি নেই। বিকেলে পোশাককর্মীদের ছুটি হলে হয়তো সন্ধার পর যানবাহনের চাপ বাড়তে পারে। তারপরেও আমরা তৎপর রয়েছি।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) মো. জাফর উল্লাহ বলেন, ধীরে ধীরে মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে তবে যান চলাচল একদম স্বাভাবিক। চাপ আরও বাড়লেও জেলার মহাসড়কে যানজটের আশঙ্কা এবার নেই।
- বিষয় :
- বঙ্গবন্ধু সেতু
- ঈদযাত্রা ২০২৪