চট্টগ্রামে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রবীণ চিকিৎসক
ছাত্রলীগ নেতার অনুসারীদের হামলা

কোরবান আলী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪ | ০০:৩০
চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক চিকিৎসক। তিনি এখন হাসপাতালের আইসিইউতে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। হামলাকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী।
গত শুক্রবার বিকেলে নগরের আকবরশাহ থানার পশ্চিম ফিরোজশাহ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার দুপুরে আহত ডা. কোরবান আলীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে খবরটি জানাজানি হয়। ৬০ বছর বয়সী এই চিকিৎসক পরিবার নিয়ে পশ্চিম ফিরোজশাহ কলোনিতে থাকেন। নগরের ষোলশহরে জাহানারা ডেন্টাল কেয়ার নামে তাঁর ব্যক্তিগত চেম্বার রয়েছে। এ ঘটনায় গত শনিবার ১২ জনকে আসামি করে মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
স্থানীয় সূত্র জানায়, গত ৬ ফেব্রুয়ারি নগরীর ফিরোজশাহ এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ভবনের ভেতরে তিনটি ছেলেকে মারধর করছিল ছাত্রলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী সন্ত্রাসীরা। ওই পথ দিয়ে যাচ্ছিলেন ডা. কোরবান আলীর ছেলে আলী রেজা রানা। তিনি সেখানে গিয়ে দেখতে পান, ৪০-৫০ জন যুবক তিনজনকে ঘিরে ধরে পেটাচ্ছে। রানা তাদের বাধা দিলে তাঁর ওপরও চড়াও হয় তারা। রানা তাদের উদ্ধার করতে না পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। তবে এর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তবে রাতে সদলবলে এসে রানার বাসায় গিয়ে তারা বাবা ডা. কোরবান আলীকে শাসিয়ে আসে। গোলাম রসুল নিশান বলেন, ‘রানা থানায় ফোন করছে কেন? এত বড় স্পর্ধা কে দিল?’
গত ৫ এপ্রিল আসর নামাজের পর রানা স্থানীয় এক রেস্তোরাঁয় ইফতারি আনতে যান। এ সময় তাঁকে একা পেয়ে নিশানের অনুসারী মাহির সামি, আকিব, বগা সোহেল, ফয়জুল আকবর চৌধুরী আদর, প্রিন্স বাবু, আরিফুল্লাহ রাজু, অপূর্ব, সাগর, রিয়াদ, সংগ্রাম ও শাফায়েত মিলে মারধর করে। তাঁর বাবা ডা. কোরবান আলী ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর ওপরও হামলা চালায় তারা। আকিব, রিয়াদ ও অপূর্ব ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। এ ঘটনায় পরদিন রানা বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত নিশান ও আরিফুল্লাহ রাজুর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। আকবরশাহ থানার ওসি গোলাম রব্বানী সমকালকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- ছাত্রলীগের মামলা